মায়াবী জ্যোৎসনা
- জ্যোতি রমণ ২৯-০৪-২০২৪

হাই শ্রাবন স্নাত মায়াবী জ্যোৎসনা
বুক ফাটা জৈষ্ঠের আকাশে তুমি আর এসোনা।
নদী বিল চৌচির কোথায় হারিয়ে গেছে ঢেউ
এই বেস ভালো আছি ভালো বাসা দিওনা গো কেউ।
কারুকাজ খচিত তার রুপসী দুটি চোখ
নতুন মধুর গল্প করেছে আয়োজন
সেখানে তুমি যাও তোমারে তার বড় প্রয়োজন।
স্মৃতির স্বচ্ছ দর্পন তুমি কেন ভাবনাতে আসো
অতল গভীরে থাক দু:খরা জমা
সেখানে সুপ্ত থাক আমার প্রিয় তমা
কেন তুমি ছল করে সেই তাকে জাগাও
ব্যাথা দিতে কেন ভাল বাসো?
পুড়ে ক্ষার হয় হোক বুক
সে যদি পাই আরো সুখ।
শ্রাবন স্নাত মায়াবী জ্যোৎসনা
তুমি আর এসো না, জৈষ্ঠের আকাশে।
২৬-০১-২০০৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।